• শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৮:০১ অপরাহ্ন
  • |
  • |
Headline :
মেরুন পোশাকধারী হামলাকারীর পরিচয় প্রকাশ করলেন রাশেদ খান রংপুরে দলীয় কার্যালয়ের সামনে জাপা নেতাকর্মীদের অবস্থান এবার টাঙ্গাইলে জাতীয় পার্টির অফিস ভাঙচুর মুকসুদপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে ইউনিয়ন আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ অপু বিশ্বাস সন্তান জন্মের পর চরম অর্থকষ্টে ভুগেছেন নির্বাচন ফেব্রুয়ারির ১৫ তারিখের আগে হবে : প্রেসসচিব দাবি না মানলে সর্বাত্মক আন্দোলনের হুঁশিয়ারি প্রাথমিক শিক্ষকদের ৪ বিভাগে ভারি বর্ষণের শঙ্কা, দিনে বাড়তে পারে তাপমাত্রা সারা দেশে গণ অধিকার পরিষদের বিক্ষোভ আজ, ঢাকায় সমাবেশ বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক নীতি অবৈধ ঘোষণা মার্কিন আদালতের

এবার ঘরে ঘরে শাকিব-জয়াদের ‌তাণ্ডব

স্পষ্টবাদী ডেস্ক / ৩৯ Time View
Update : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
এবার ঘরে ঘরে শাকিব-জয়াদের ‌তাণ্ডব

‘তাণ্ডব যেখানে যায়, তুফান তুলে যায়’—এটা শুধুই একটি গানের লাইন নয়, যেন বাস্তবের প্রতিধ্বনি। প্রেক্ষাগৃহে ঝড় তুলে এবার সেই ‘তাণ্ডব’ আসছে ঘরে ঘরে। বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষী দর্শকের কাছে পৌঁছাতে চরকি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে আলোচিত সিনেমা ‘তাণ্ডব’। একইসঙ্গে ওটিটি প্ল্যাটফর্ম হইচইতেও মুক্তি পাবে সিনেমাটি।

রায়হান রাফী পরিচালিত এই সিনেমাটিতে প্রধান চরিত্রে আছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। এ ছাড়া অতিথি চরিত্রে দেখা যাবে দুই জনপ্রিয় তারকা—আফরান নিশো ও সিয়াম আহমেদকে। সিনেমার তারকাবহুল উপস্থিতি, গল্প ও নির্মাণ সব মিলিয়ে ‘তাণ্ডব’ ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছে।
সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির সময় থেকেই দর্শকের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল। বক্স অফিসে সিনেমাটি সফল হওয়ায় এবার ওটিটিতেও সেই আগ্রহ আরও বিস্তৃত হওয়ার সম্ভাবনা রয়েছে।

শনিবার দুপুরে চরকির ভেরিফায়েড ফেসবুক পেজে ঘোষণা দেওয়া হয়, ‘দেশ–বিদেশে আবারও ঘনিয়ে আসছে “তাণ্ডব”। সিনেমা হলের পর এই আগস্টে চরকিতে তাণ্ডব তুলতে আসছেন মেগাস্টার শাকিব খান।

সিনেমাটির অন্যতম চমক, এর অভিনয়শিল্পীদের তালিকা। মূল চরিত্রে শাকিব খান থাকলেও অতিথি চরিত্রে হাজির হয়েছেন ‘সুড়ঙ্গ’খ্যাত আফরান নিশো এবং তরুণ প্রজন্মের আলোচিত নায়ক সিয়াম আহমেদ। সিনেমায় আরও আছেন গুণী অভিনয়শিল্পী জয়া আহসান। দীর্ঘদিন পর আবার একসঙ্গে বড় পর্দায় দেখা গেছে শাকিব ও জয়াকে।

এ ছাড়া প্রথমবারের মতো বাণিজ্যিক সিনেমায় অভিনয় করেছেন জনপ্রিয় টিভি অভিনেত্রী সাবিলা নূর। বড় পর্দায় তাঁর অভিষেক হিসেবে ‘তাণ্ডব’ গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকছে।

‘তাণ্ডব’ শুধু তারকাবহুল সিনেমাই নয়, গল্প এবং নির্মাণেও দর্শকের মনোযোগ কেড়েছে। গল্পে আছে নাটকীয়তা, রহস্য, আর রাজনীতি–অপরাধের টানাপোড়েন। সিনেমাটি নিয়ে রায়হান রাফী বলেন, ‘প্রেক্ষাগৃহে ভালো সাড়া পাওয়ার পর এবার চরকিতে আসছে “তাণ্ডব”, এটা আমার জন্য ভীষণ আনন্দের। যাঁরা প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি দেখতে পারেননি, তাঁদের জন্য এবার সুযোগ থাকছে যেকোনো জায়গা থেকে দেখার।’

রাফী আরও যোগ করেন, ‘‌ওটিটি মাধ্যমে সিনেমা মুক্তির সবচেয়ে বড় সুবিধা হচ্ছে, এটি শুধু বাংলাদেশের দর্শকই নয়, বিশ্বের যেকোনো প্রান্তে থাকা বাংলা ভাষাভাষী দর্শক দেখতে পারবেন। আমরা চাই, বাংলা ভাষার কনটেন্ট বিশ্বমঞ্চে আরও জোরালোভাবে উপস্থিত থাকুক, “তাণ্ডব” তারই একটি পদক্ষেপ।

শাকিব, নিশো, সিয়াম, জয়া, সাবিলা ছাড়াও সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আফজাল হোসেন, তারিক আনাম খান, ফজলুর রহমান বাবু, সালাহউদ্দিন লাভলু, গাজী রাকায়েত, শহীদুজ্জামান সেলিম, অশোক ব্যাপারী, ড. এজাজ, রোজি সিদ্দিকী, সুমন আনোয়ার, এ কে আজাদ সেতু, এফ এস নাঈম এবং শিবা শানু।

সিনেমাটি প্রযোজনা করেছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। সহপ্রযোজক হিসেবে আছে চরকি, নির্মাণ সহযোগিতায় ছিল দীপ্ত। শোনা যাচ্ছে, এটি ওটিটি প্ল্যাটফর্ম হইচইতেও মুক্তি পাবে।

পরপর তিনটি কোরবানির ঈদে সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন রায়হান রাফী। ‘পরাণ’, ‘শান’, ‘সুড়ঙ্গ’-এর পর ‘তাণ্ডব’ তাঁর ক্যারিয়ারে নতুন পালক যোগ করেছে। শুধু নির্মাণ নয়, দর্শকপ্রিয়তার মানদণ্ডেও এই তরুণ নির্মাতা নিজেকে প্রমাণ করে চলেছেন।
‘তাণ্ডব যেখানে যায়, তুফান তুলে যায়’—এই গানের লাইন যেন সত্যি হয়ে উঠেছে। সিনেমাটি এরই মধ্যে দেশ–বিদেশের যেসব প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয়েছে, সেখানে দর্শকদের ব্যাপক সাড়া পাওয়া গেছে। এবার সেই ঝড় উঠবে ঘরে ঘরে।
চরকি কর্তৃপক্ষ জানিয়েছে, আগস্ট মাসে সিনেমাটি তাদের প্ল্যাটফর্মে মুক্তি পাবে। নির্দিষ্ট তারিখ খুব শিগগিরই সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়ে দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category