• শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ১১:৩২ পূর্বাহ্ন
  • |
  • |
Headline :
রংপুর রেলওয়ে স্টেশনে চাহিদার ২০ ভাগ টিকিট পাচ্ছে না মানুষ গোপালগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বিনামূল্যে গাছের চারা বিতরণ দুই দিনের ব্যবধানে মাটিরাঙ্গায় দ্বিতীয় ধর্ষণ : অস্ত্র ঠেকিয়ে স্কুল শিক্ষিকাকে ধর্ষণ, সেনাবাহিনীর হাতে ধর্ষক আটক ট্রাভেল পাস ছাড়া যাওয়া যাবে না সেন্টমার্টিন, মানতে হবে আরও যেসব নির্দেশনা স্কুল-কলেজ কমিটির সভাপতি পদে সরকারি কর্মকর্তা মনোনয়নের প্রজ্ঞাপন স্থগিত দেশের ৬৪% রেলপথই নড়বড়ে ময়মনসিংহে কেজিতে ১০ টাকা কমেছে সবজির দাম এইচএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন শেষ হচ্ছে আজ সিরিজ জয়ের মিশনে বাংলাদেশের সম্ভাব্য একাদশ এমপি নেই তবুও ‘এমপি প্রকল্প’ ব্যয় বাড়ছে ৩৯%

এবার অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম চালু হবে পিসিতে, থাকবে ফোনের সব সুবিধা

স্পষ্টবাদী ডেস্ক / ২৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
এবার অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম চালু হবে পিসিতে, থাকবে ফোনের সব সুবিধা!
এবার অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম চালু হবে পিসিতে, থাকবে ফোনের সব সুবিধা!

সফটওয়্যার জগতে আসছে বড়সড় পরিবর্তন। আর কোয়ালকম স্ন্যাপড্রাগন সামিট ২০২৫-এ গুগলের রিক ওস্টারলো নিশ্চিত করলেন সেই জল্পনা। এবার অ্যানড্রয়েড আর ক্রোম অপারেটিং সিস্টেম এক হয়ে যাচ্ছে। স্মার্টফোন আর পিসির অপারেটিং সিস্টেমের এতদিনের পার্থক্য এবার মুছে দিতে চলেছে গুগল।

আমেরিকান এক্সিকিউটিভ এবং গুগলের ডিভাইস ও সার্ভিসেসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ওস্টারলো বলেন, ‘আমরা পিসি ও স্মার্টফোনের জন্য যে সিস্টেম তৈরি করেছিলাম, তা ছিল সম্পূর্ণ ভিন্ন। সেই বিভেদ ঘুচিয়ে এখন একটি সাধারণ প্রযুক্তিগত ভিত্তি তৈরির প্রকল্প হাতে নেওয়া হয়েছে’।

এই প্রযুক্তির অর্থ হলো, ফোন থেকে ল্যাপটপ বা ডেস্কটপ পর্যন্ত সব ধরনের ডিভাইসের জন্য অ্যানড্রয়েডকে সর্বজনীন প্ল্যাটফর্‌ম হিসেবে দেখতে চাইছে গুগল।  হঠাৎ এমন কেন হলো মূলত গুগল চাইছে জেমিনাই এআই, গুগল অ্যাসিস্ট্যান্ট এবং তাদের সব অ্যাপস যেন সব পিসি বা ল্যাপটপ ব্যবহারকারীরাও ব্যবহার করতে পারেন।

আর মোবাইল ও পিসির মধ্যে এক অপারেটিং সিস্টেম চালু করলে এই অভিজ্ঞতা ভাগ করে নিতে পারবে দুই পক্ষই। কোয়ালকমের সিইও ক্রিস্টিয়ানো অ্যামন এই নতুন সফটওয়্যারের ঝলক দেখেছেন। তিনি বলেন, ‘আমি নতুন এই ওএস দেখেছি, এটা দারুণ। মোবাইল ও পিসির অভিন্নতার স্বপ্নকে বাস্তবায়িত করবে এই সিস্টেম’।

যদিও এই নতুন ওএস একই সঙ্গে মোবাইল ও কম্পিউটারে চলবে, কিন্তু তা কবে বাজারে আসবে, তার স্পষ্ট সময়সীমা এখনো জানায়নি গুগল। তবে এই পদক্ষেপ পিসির বাজারে মাইক্রোসফ্ট বা অ্যাপলের একচেটিয়া আধিপত্যের ওপর সরাসরি আঘাত হানবে বলে মনে করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category