জাবেদ মাহমুদ ফিরোজ এর সঞ্চালনায় জাতীয় যুবশক্তি জেলা পরিচিত সভায়। এ সভায় সভাপতিত্ব করেন এনসিপি জাতীয় যুবশক্তির জেলা আহ্বায়ক এ্যাডঃ মোঃ রাছেল এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মাকসুদুর রহমান এনসিপি’র জেলা যুগ্ন আহবায়ক সংগঠনের স্থানীয়। গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে বিভিন্ন উপজেলা থেকে আগত প্রতিনিধিরাও সভায় যোগ দেন। এ সময় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় তরুণ সমাজকে সম্পৃক্ত করার জন্যই এনসিপি জাতীয় যুবশক্তির কার্যক্রম পরিচালিত হচ্ছে। তরুণ প্রজন্মকে সঠিক দিকনির্দেশনা ও নেতৃত্ব প্রদানের মাধ্যমে সংগঠনকে শক্তিশালী করার পাশাপাশি সমাজের সার্বিক উন্নয়নে কাজ করতে হবে।
সভায় আরও জানানো হয়, জাতীয় যুবশক্তির জেলা কমিটি ইতোমধ্যে সাংগঠনিক কার্যক্রম বিস্তারে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। নতুন সদস্য সংগ্রহ, নেতৃত্বের বিকাশ, দক্ষতা উন্নয়ন এবং সামাজিক সেবামূলক কর্মকাণ্ডের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে।
সভায় নেতারা বলেন, সংগঠনকে গতিশীল করে তোলার মাধ্যমে ভোলার প্রত্যন্ত অঞ্চলের যুবকদের স্বেচ্ছাসেবী ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা হবে। এছাড়া শিক্ষা, বেকারত্ব নিরসন, মাদকবিরোধী আন্দোলনসহ নানা সামাজিক সমস্যায় কার্যকর ভূমিকা রাখার পরিকল্পনাও সভায় গৃহীত হয়। সভা শেষে জেলা ও উপজেলা নেতারা সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন এবং ভবিষ্যতের কর্মকৌশল নিয়ে দিকনির্দেশনা প্রদান করেন।