• সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩২ অপরাহ্ন
  • |
  • |
Headline :
কুমিল্লায় মা-মেয়ের মরদেহ উদ্ধার, আটক ২ খুলনায় রূপসা নদী থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার নুরের নিরাপত্তা বিবেচনায় বিদেশে চিকিৎসার দাবি জানালেন রাশেদ রাকসু নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্টের শেষ দিন আজ, ৫ শতাধিক স্যাম্পল সংগ্রহ দেশের চিকিৎসায় সন্তুষ্ট নন, নুরকে দেশের বাইরে নিয়ে যাওয়ার দাবি স্ত্রীর হল ছাড়ার নির্দেশনা থাকলেও বাকৃবি শিক্ষার্থীরা অবস্থান করছেন হলে গাছে আটকে ছিলেন পর্যটক, কক্সবাজার সৈকতে প্যারাসেলিং বন্ধের নির্দেশ বেক্সিমকোকে ৬০ দিনের মধ্যে অর্থ পরিশোধে আদালতের নির্দেশ গণপিটুনি সংঘর্ষ কুপিয়ে হত্যাসহ এক দিনে ১৪ লাশ ফরিদপুরে খালে ডুবে একই পরিবারের দুইজন প্রথম শ্রেণির শিক্ষার্থী মৃত্য

একাদশে ভর্তি : শেষ ধাপের আবেদন শুরু, সময় ২ দিন

Reporter Name / ২৩ Time View
Update : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
একাদশে ভর্তি : শেষ ধাপের আবেদন শুরু, সময় ২ দিন
একাদশে ভর্তি : শেষ ধাপের আবেদন শুরু, সময় ২ দিন

একাদশ শ্রেণিতে চলমান ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তিতে তৃতীয় বা শেষ ধাপের আবেদন শুরু হয়েছে।

রবিবার (৩১ আগস্ট) সকাল ৯টা থেকে অনলাইনে এ আবেদন শুরু হয়েছে। তৃতীয় ধাপের এ আবেদন প্রক্রিয়া চলবে সোমবার (১ সেপ্টেম্বর) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এরপর আবেদনের সময় বাড়বে কি না, তা নিয়ে নিশ্চয়তা নেই।

ফলে ভর্তি হতে আগ্রহী শিক্ষার্থীদের এ ধাপে আবেদন সম্পন্ন করতে বলা হয়েছে। রবিবার একাদশে ভর্তির ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ‘একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা-২০২৫’ অনুযায়ী ভর্তির জন্য তৃতীয় ধাপের অনলাইন আবেদন গ্রহণ ৩১ আগস্ট (রবিবার) সকাল ৯টা থেকে শুরু হয়েছে। এ আবেদন চলবে ১ সেপ্টেম্বর (সোমবার) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত চলবে।

একাদশে ভর্তি : শেষ ধাপের আবেদন শুরু, সময় ২ দিন

ভর্তিবিষয়ক বিস্তারিত তথ্য কেন্দ্রীয় ওয়েবসাইটে জানা যাবে।
উল্লেখ্য, গত ২৮ আগস্ট রাতে একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ করা হয়। ফলাফলে দেখা যায়, আবেদন করেও কলেজ পায়নি ১০ হাজার ৮২৬ জন শিক্ষার্থী। তাদের মধ্যে এসএসসিতে জিপি-৫ পাওয়া এক হাজার ৪১৮ জন রয়েছেন।

এর আগে গত ২০ আগস্ট রাতে প্রথম ধাপের ফল প্রকাশ করা হয়। ওই ধাপে মোট ২৫ হাজার ৩৪৮ জন শিক্ষার্থী কোনো কলেজে ভর্তির সুযোগ পাননি। এরমধ্যে জিপিএ-৫ প্রাপ্ত ছিল ৫ হাজার ৭৬৫ জন।

ভর্তি কমিটির দেওয়া তথ্যমতে, প্রথম ও দ্বিতীয় ধাপে আবেদন করা ৯৯ শতাংশ শিক্ষার্থী কলেজ পেয়েছেন। বাকি ১ শতাংশ শিক্ষার্থী এখনো কলেজ পায়নি।

দেশের বৈধ ৯৫ শতাংশ কলেজই শিক্ষার্থী পেয়েছে। বাকি ৫ শতাংশ কলেজে কোনো শিক্ষার্থী ভর্তি হয়নি। এ ছাড়া প্রথম ধাপ শেষে ৪৪ শতাংশ শিক্ষার্থী মাইগ্রেশন করে নতুন কলেজ পেয়েছে। ৫৬ শতাংশ শিক্ষার্থী মাইগ্রেশনের আবেদন করেও তাতে সফল হয়নি।
ভর্তি নীতিমালা অনুযায়ী—এবারও তিন ধাপে আবেদন নেওয়া হবে। এতে নির্বাচিতদের কলেজে চূড়ান্ত ভর্তির প্রক্রিয়া চলবে ৭-১৪ সেপ্টেম্বর পর্যন্ত। এর পরের দিন ১৫ সেপ্টেম্বর একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category