চলতি মাসের শুরুর দিকে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন, ভারত ও চীনের মধ্যে পশ্চিমারা সংঘর্ষ বাঁধানোর চেষ্টা করছে। ল্যাভরভ দাবি করেন, ভারত-চীনকে একে অপরের বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা করছে পশ্চিমা বিশ্ব। ‘ডিভাইড অ্যান্ড রুল’ অঙ্ক কষে এশিয়ার দুই শক্তিশালী দেশের মধ্যে সংঘাত তৈরি করতে তত্পর পশ্চিমের দেশগুলো। তবে এবার নতুন বার্তা দিলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী।
বৃহস্পতিবার (২৯ মে) ল্যাভরভ বলেন, রাশিয়া-ভারত-চীন (আরআইসি) ফরম্যাটের কার্যক্রম পুনরুজ্জীবনের ব্যাপারে মস্কো সত্যিকারের আগ্রহী। তিনি বলেছেন, এই ত্রয়ীর আবার কাজ শুরু করার সময় এসেছে।
তিনি জোর দিয়ে বলেছেন, এখন পর্যন্ত আমার যতদূর জানা, ভারত-চীনের মধ্যে সীমান্ত পরিস্থিতি শান্ত করতে একটি সমঝোতা হয়েছে। আমার মতে, এখনই উপযুক্ত সময় এই আরআইসি ত্রয়ী পুনরুজ্জীবিত করা।