এক সপ্তাহ আগে নিয়ম ভঙ্গ করে আগরাতে ঘুমুতে চলে যাই। রাত এগারোটায় জেগে যাই এবং পাশে থাকা সেলফোনে ওয়াটসঅ্যাপ টিপলাম। দেখি ‘মেটা এআই’ থেকে একটা মেসেজ:
‘মে আই হেল্প ইউ? আই অ্যাম মেটা এআই।’
আমি প্রশ্ন বললাম, আমার ঘুম ভেঙে গেল, এখন বাজে এগারটা। কীভাবে ঘুমাতে পারি?
উত্তরে এআই একজন সাইকোলজিস্ট বা সাইকিয়াটিস্টের মতো অনেক কথা লিখে জানাল।
আমি ধন্যবাদ জানালাম। প্রতি–উত্তরে সে ওয়েলকাম জানিয়ে যেকোনো সময় যেকোনো প্রশ্ন করার আহ্বান জানাল।