বহুল আলোচিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং হল সংসদ নির্বাচন শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ কার্যক্রম শুরু হয়। সকাল গড়াতেই ক্যাম্পাসজুড়ে উৎসবের আমেজ, ভোটারদের মধ্যে উচ্ছ্বাস এবং প্রার্থীদের ব্যস্ততা মিলেমিশে যেন এক অন্যরকম পরিবেশ তৈরি করেছে।
ভোর থেকেই শিক্ষার্থীরা বিভিন্ন ভোটকেন্দ্রে উপস্থিত হতে শুরু করেন। সকাল ৭টার দিকে উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে দেখা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি আবাসিক হলের শিক্ষার্থীরা লাইন ধরে অপেক্ষা করছেন। শিক্ষার্থীদের অনেকের মধ্যেই ছিলো আনন্দ-উচ্ছ্বাস। তারা বলছেন, দীর্ঘ সময় পর গণতান্ত্রিক পরিবেশে ভোট দেওয়ার সুযোগ পাওয়া তাদের জন্য এক নতুন অভিজ্ঞতা।
কবি জসীমউদ্দিন হলের আবাসিক শিক্ষার্থী নাবিল তাজওয়ার স্পষ্টবাদীকে বলেন, প্রবল আগ্রহ ও উচ্ছ্বাস নিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে এসেছি। সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আছি। দেশে গণতান্ত্রিক পরিবেশ না থাকায় এতোদিন ভোট দিতে পারিনি। এই প্রথম সত্যিকারের গণতান্ত্রিক পরিবেশে ভোট দিতে এলাম। গতরাতেও টেনশনে ঘুমাতে পারিনি।
এদিকে ছাত্রদল সমর্থিত ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান সকাল ৭টা ৩৫ মিনিটে উদয়ন স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্র পরিদর্শন করেন। তিনি নিজেও ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেন।
ভোটগ্রহণ শুরুর পর সাংবাদিকদের তিনি বলেন, আমি শিক্ষার্থীদের আহ্বান জানাই- কেউ যেন ভোটের অধিকার প্রয়োগ থেকে বিরত না থাকে। দীর্ঘ সময় পর গণতান্ত্রিক পরিবেশের যে সুযোগ এসেছে, সেটি আমাদের কাজে লাগাতে হবে।
উৎসবমুখর পরিবেশে ডাকসু নির্বাচন চলছে
আবিদের সঙ্গে এ সময় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির উপস্থিত ছিলেন।
এবারের ডাকসু নির্বাচনে ২৮টি পদে লড়ছেন মোট ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে নারী প্রার্থী ৬২ জন। সহ-সভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৫ জন, যার মধ্যে ৫ জন নারী। সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রার্থী ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রার্থী হয়েছেন ২৫ জন। ১৩টি সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২১৭ জন প্রার্থী, যাদের মধ্যে নারী ২৩ জন।
নারী প্রার্থীর উপস্থিতি সবচেয়ে বেশি কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে। এখানে ১১ জন প্রার্থীর মধ্যে ৯ জনই নারী। তবে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও পরিবহন সম্পাদক পদে কোনো নারী প্রার্থী নেই।
ডাকসুর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ১৮টি আবাসিক হল সংসদের নির্বাচনও আজ অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি হলে ১৩টি পদে প্রার্থী হয়েছেন ১ হাজার ৩৫ জন। একজন ভোটারকে ডাকসু ও হল সংসদ মিলিয়ে মোট ৪১টি ভোট দিতে হবে।
উৎসবমুখর পরিবেশে ডাকসু নির্বাচন চলছে
ভোটগ্রহণে ব্যবহৃত হচ্ছে ব্যালট পেপার ও ওএমআর শিট। ডাকসুর ব্যালট পেপার করা হয়েছে পাঁচ পৃষ্ঠার, আর হল সংসদের ব্যালট এক পৃষ্ঠার।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবার মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৭৭৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২০ হাজার ৮৭১ এবং নারী ভোটার ১৮ হাজার ৯০২ জন। সবচেয়ে বেশি পুরুষ ভোটার আছেন জগন্নাথ হলে (২,২২২ জন) এবং নারী ভোটার আছেন রোকেয়া হলে (৫,৬৪১ জন)।
পুরুষদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে- কার্জন হল কেন্দ্র (ড. মুহাম্মদ শহীদুল্লাহ হল, অমর একুশে হল, ফজলুল হক মুসলিম হল), শারীরিক শিক্ষা কেন্দ্র (জগন্নাথ হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল, সলিমুল্লাহ মুসলিম হল), সিনেট ভবন কেন্দ্র (এ এফ রহমান হল, হাজী মুহাম্মদ মহসিন হল, বিজয় একাত্তর হল), উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে (সূর্যসেন হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, কবি জসীমউদ্দীন হল, শেখ মুজিবুর রহমান হল)।
নারী শিক্ষার্থীদের ভোটগ্রহণ হচ্ছে- টিএসসি কেন্দ্র (রোকেয়া হল), ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্র (বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল), ভূতত্ত্ব বিভাগ কেন্দ্র (কবি সুফিয়া কামাল হল) ও বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে (শামসুন্নাহার হল)।
নির্বাচন কমিশনের দাবি, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট চলবে। প্রতিটি ভোটার গড়ে ১০ মিনিট সময় নিলেও নির্বিঘ্নে ভোটগ্রহণ শেষ করা সম্ভব হবে।