গতকাল ১৭ই মে শনিবার বাংলাদেশ কৃষক সমিতির উদ্যোগে ঈশ্বরদী থানাধীন মুলাডুলি ইউনিয়নের পতিরাজপুর সাকিনস্থ জনৈক মোঃ তালেব জোয়ারদারের মৎস্য ও কৃষি খামারে অস্থায়ী মেডিকেল ক্যাম্প উদ্বোধন ও কৃষকদের সহিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব খোন্দকার আজিম আহমেদ , এনডিসি, বিভাগীয় কমিশনার, রাজশাহী বিভাগ, রাজশাহী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ শাহজাহান, পিপিএম বার, পিএইচডি, ডিআইজি রাজশাহী রেঞ্জ, রাজশাহী।
আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ মোর্তোজা আলী খাঁন, পুলিশ সুপার, পাবনা, জনাব ড. মোঃ মনোয়ারুল হক, ডীন, স্বাস্থ্য বিজ্ঞান অনুষদ, জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশ, ডাঃ হোসাইন মোঃ আল-আমিন, উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ মফিজুল ইসলাম, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, পাবনা।
অনুষ্ঠানে বাংলাদেশ কৃষক সমিতির সভাপতি জনাব মোঃ শাহজাহান আলী বাদশা ওরফে পেঁপে বাদশা, স্থানীয় স্বর্ণ পদকপ্রাপ্ত কৃষক জনাব মোঃ ময়েজ উদ্দিন ওরফে কুল ময়েজ সহ কৃষক সমিতির অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় সাধারণ কৃষক বৃন্দ।
মত বিনিময় সভায় অনুমানিক ৮০০ জন স্থানীয় কৃষাণ, কৃষাণী উপস্থিত ছিলেন। অস্থায়ী মেডিকেল ক্যাম্প পরিচালনাকারী ডাক্তারগন প্রায় ৩০০ জন রোগীদের চিকিৎসা প্রদান ও বিনামূল্যে ঔষধ বিতরণ করেন।