• সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৭:০৪ পূর্বাহ্ন
  • |
  • |
Headline :
মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় হার্বেক্স এন্ড কোং (ইউনানী) এর কর্মকর্তা মোঃ হাসিবুর রহমান পাপ্পু নিহত ৮ বছরের শিশু ধর্ষণের অভিযোগে পাবনায় বৃদ্ধ গ্রেফতার প্রকাশ্যে পুলিশের সামনে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের মিছিল খালে ভাসছিল সবজি বিক্রেতার মরদেহ বেড়েছে খেজুর চিনি ছোলার, কমেছে পেঁয়াজের রোজায় বাড়তি চাহিদার পণ্য মাওলানা ভাসানী ছিলেন মেহনতী মানুষের মুক্তির দিশারী- এ্যাড. শিমুল বিশ্বাস শেখ হাসিনার রায় ঘিরে ট্রাইব্যুনাল এলাকায় নিরাপত্তা জোরদার দিনাজপুরে শীতকালীন বাদাম চাষে আগ্রহী হচ্ছে গোপালগঞ্জ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পিরোজপুরে কলেজ ভাঙচুর জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন

ঈশ্বরদীর দাশুড়িয়ায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

শিশির ইসলাম / ৩৮ Time View
Update : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
ঈশ্বরদীর দাশুড়িয়ায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
ঈশ্বরদীর দাশুড়িয়ায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া পুরাতন ট্রাফিক মোড়ে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। শুক্রবার (৭ নভেম্বর ২০২৫) বিকেল ৪টা ৩০ মিনিটে দাশুড়িয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে দলীয় পতাকা উত্তোলন, পবিত্র কুরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে দিনের কর্মসূচির উদ্বোধন হয়।

আলোচনা সভা ও কর্মী সমাবেশে অতিথি বরণ ও উদ্বোধনী বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক, ঈশ্বরদী–আটঘরিয়া (পাবনা–৪) আসনের ধানের শীষের প্রার্থী হাবিবুর রহমান হাবিব।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী, কেন্দ্রীয় শ্রমিক দলের প্রধান সমন্বয়ক ও পাবনা সদর (পাবনা–৫) আসনের ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার এবং বিশেষ বক্তা ছিলেন ঈশ্বরদী উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও দাশুড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শরিফুল ইসলাম তুহিন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ খান মন্টু, আনিসুল হক বাবু, আবু ওবায়দা শেখ তুহিন, নূর মোহাম্মদ মাসুম বগা, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ সিদ্দিকুর রহমান সিদ্দিক, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মাহমুদুন্নবী স্বপন এবং কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী মোল্লা।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সভাপতি মুসাব্বির হোসেন সঞ্জু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান প্রিন্সসহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সভাপতিত্ব করেন মোঃ আব্দুস সামাদ সুলভ, সাবেক যুগ্ম আহ্বায়ক উপজেলা বিএনপি ও সভাপতি দাশুড়িয়া ইউনিয়ন বিএনপি। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হাসান মকুল।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জিয়াউল হক সন্টু সরদার, প্রভাষক আজমল হোসেন সুজন, মোঃ আলাউদ্দিন বিশ্বাস, হাসিবুর রহমান হাক্কে মন্ডল, আজমল হোসেন ডাবলু, মাহবুবুর রহমান পলাশ, রেজাউল করিম ভিপি শাহীন, রফিকুল ইসলাম নয়ন, ও জুবায়ের হোসেন বাপ্পি।
এছাড়া সমাবেশে যোগ দেন ঈশ্বরদী উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, “৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল দিন। এই দিনে সেনা, পুলিশ ও জনতার ঐক্য গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নতুন গতি এনে দিয়েছিল।”
তারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপদ প্রত্যাবর্তন ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে জাতির শান্তি, কল্যাণ ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে ধানের শীষে ভোট চেয়ে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পুরো অনুষ্ঠানস্থল ব্যানার, পোস্টার ও দলের শ্লোগানে মুখরিত ছিল।
সন্ধ্যারপর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category