ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে ঈদের আগে-পরে তিন দিন করে মহাসড়কে পণ্যবাহী ট্রাক, কাভার্ডভ্যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া সড়কে শৃঙ্খলা বজায় রাখতে ও নিরাপদ যাত্রা নিশ্চিত করতে লক্কর-ঝক্কর, ফিটনেসবিহীন গাড়ি চলাচলে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) নিষেধাজ্ঞা দিয়েছে।
সোমবার (২ জুন) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সম্মানিত ঢাকা মহানগরবাসীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আসন্ন পবিত্র ঈদুল আজহা ২০২৫ উপলক্ষে ঢাকা মহানগর থেকে দেশের বিভিন্ন জেলায় বিপুল সংখ্যক মানুষ যাবেন-আসবেন।
আনুমানিক ১ কোটির বেশি মানুষ ঈদের সময় ঢাকা মহানগর ত্যাগ করেন। ঢাকায় অন্তত ৩০ লাখ মানুষ প্রবেশ করবেন। ঘরমুখো মানুষের ঈদযাত্রা এবং কোরবানির পশুর হাট সংলগ্ন যানবাহনের চলাচল নির্বিঘ্ন করার জন্য বিভিন্ন কার্যক্রম চলমান রেখেছে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ।
কিছু নির্দেশনা অনুসরণ করার জন্য এমতাবস্থায় সংশ্লিষ্ট সবাইকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।