৮ স্টেশনে দুদকের অভিযান
ঈদযাত্রাকে কেন্দ্র করে ট্রেনের টিকিট বিক্রিতে যাত্রী হয়রানি ও কালোবাজারির অভিযোগে দেশের আটটি বড় রেলস্টেশনে অভিযান শুরু করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার সকাল সাড়ে ১১টা থেকে এই অভিযান পরিচালিত হবে। দুদকের উপপরিচালক (জনসংযোগ) বিভাগ আকতারুল ইসলাম প্রথম আলোকে বলেন, অভিযান চালাবে দুদকের এনফোর্সমেন্ট ইউনিট।
দুদকের প্রধান কার্যালয় সূত্রে জানা গেছে, রাজধানীর কমলাপুর ও বিমানবন্দর রেলস্টেশনের পাশাপাশি রংপুর, চট্টগ্রাম, দিনাজপুরের পার্বতীপুর, জামালপুর, ময়মনসিংহ, সিলেট ও রাজশাহী রেলস্টেশনে এই অভিযান পরিচালিত হবে।