• শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৬:০৪ অপরাহ্ন
  • |
  • |

ইরানে হামলার পর ‘জরুরি অবস্থা’ জারি করেছে ইসরায়েল

আন্তরজাতিক ডেস্ক / ১২৬ Time View
Update : শুক্রবার, ১৩ জুন, ২০২৫

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এক বিবৃতিতে জানান, ইরানের পক্ষ থেকে খুব শিগগির ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আশঙ্কা রয়েছে। ইরানের পাল্টা হামলার আশঙ্কায় ‘বিশেষ জরুরি অবস্থা’ ঘোষণা করেছে ইসরায়েল।

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর জারি করা পূর্ণ বিবৃতিতে বলা হয়, ইসরায়েল রাষ্ট্রের পক্ষ থেকে ইরানের বিরুদ্ধে পূর্বসতর্কতামূলক হামলার পর, এখন রাষ্ট্র ও এর বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে একটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আশঙ্কা করা হচ্ছে। তাই ‘সিভিল ডিফেন্স ল’ অনুযায়ী, আমি একটি বিশেষ আদেশে সারা ইসরায়েলে হোম ফ্রন্টে ‘বিশেষ জরুরি অবস্থা’ জারি করছি। সবাইকে হোম ফ্রন্ট কমান্ড ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশ মেনে চলতে হবে এবং সুরক্ষিত এলাকায় অবস্থান নিতে হবে।

এর আগে ‘অপারেশন রাইজিং লায়ন’ অভিযানে ইসরায়েল দাবি করে, তারা ইরানের শীর্ষ তিন সেনা কমান্ডারসহ পারমাণবিক বিজ্ঞানীদের হত্যা করেছে। হামলায় ব্যবহার করা হয় দুই শতাধিক যুদ্ধবিমান এবং শতাধিক স্থানে হামলা চালানো হয়।

ইরানও এই হামলার প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে। এরই মধ্যে ইসরায়েলের বিভিন্ন হাসপাতালে প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং জনসাধারণকে বাঙ্কার ও সুরক্ষিত স্থানে থাকতে বলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category