• শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৪:৪৬ পূর্বাহ্ন
  • |
  • |

ইরানের পারমাণবিক কেন্দ্র অক্ষত: ফাঁস হওয়া তথ্যকে ভুয়া বললেন ট্রাম্প

আন্তরজাতিক ডেস্ক / ৭৭ Time View
Update : বুধবার, ২৫ জুন, ২০২৫
ইরানের পারমাণবিক কেন্দ্র অক্ষত: ফাঁস হওয়া তথ্যকে ভুয়া বললেন ট্রাম্প

ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর সাম্প্রতিক মার্কিন হামলার কার্যকারিতা নিয়ে যখন আন্তর্জাতিক মহলে বিতর্ক তুঙ্গে, ঠিক সেই সময় মার্কিন গোয়েন্দা বিভাগের তথ্য ফাঁসের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ভূয়া খবর প্রদান করেছেন সিএনএন, ব্যর্থ নিউ ইয়র্ক টাইমসের সাথে এক হয়ে ইতিহাসের সবচেয়ে সফল সামরিক হামলাগুলোর মধ্যে একটিকে খাটো করে দেখানোর চেষ্টা করছে। ইরানের পারমাণবিক স্থাপনাগুলো সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে! টাইমস এবং সিএনএন উভয়ের সমালোচনা করছে জনগণ!”

এর আগে মার্কিন গোয়েন্দা বিভাগের ফাঁস হওয়া তথ্যের বরাতে বিভিন্ন মার্কিন সংবাদমাধ্যম দাবি করে, ইরানের পারমাণবিক কর্মসূচিতে উল্লেখযোগ্য কোনো ক্ষতি হয়নি। সংবাদ সংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, এই হামলার সঙ্গে জড়িত অন্তত তিনটি নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে, ইরানের মূল পারমাণবিক কেন্দ্রগুলো এখনও অক্ষত রয়েছে।

এমনকি হামলার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে বলা হচ্ছে, এটি কেবল ‘সীমিত সামরিক প্রতিক্রিয়া’ ছিল, যা ইরানের পারমাণবিক সক্ষমতা বন্ধ করার জন্য যথেষ্ট ছিল না। তবে ট্রাম্প প্রশাসন এই সব তথ্যপ্রকাশকে ‘ভুয়া এবং বিভ্রান্তিকর’ বলে আখ্যা দিচ্ছে।

হামলার পরদিন মঙ্গলবার ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া পোস্টে কার্যত যুক্তরাষ্ট্রের ‘জয়’ ঘোষণা করেন। সেই সঙ্গে তিনি ইরান এবং ইসরায়েল উভয়পক্ষকেই প্রকাশ্যে ভর্ৎসনা করেন এবং যুদ্ধবিরতির ঘোষণা দেন।

বিশ্লেষকদের মতে, মার্কিন গোয়েন্দা তথ্য ফাঁস এবং প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতিক্রিয়া এই পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করেছে। আন্তর্জাতিক অঙ্গনে এই হামলার প্রকৃত উদ্দেশ্য এবং বাস্তব ফলাফল নিয়ে বিতর্ক অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category