রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক ইকোনমিক ফোরামে এক ব্রিফিংয়ে বলেছেন, ‘আমরা মনে করি, ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোতে ইসরাইলি আক্রমণ একেবারেই অগ্রহণযোগ্য।’
ইসরাইলকে ইরানের পারমাণবিক অবকাঠামোর ওপর অবিলম্বে আক্রমণ বন্ধ করার আহ্বান জানিয়েছে রাশিয়া। এ ধরনের কর্মকাণ্ড আন্তর্জাতিক আইনের অধীনে অবৈধ এবং ইরানের একটি বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত রুশ বিশেষজ্ঞদের জন্য ঝুঁকিপূর্ণ বলেও বৃহস্পতিবার (১৯ জুন) সতর্ক করেছে মস্কো।
তিনি আরও বলেন,
এটি আন্তর্জাতিক আইনের দৃষ্টিকোণ থেকে অবৈধ, আন্তর্জাতিক নিরাপত্তার জন্য অগ্রহণযোগ্য হুমকি এবং বিশ্বকে পারমাণবিক বিপর্যয়ের দিকে ঠেলে দেয়ার মতো পদক্ষেপ।
জাখারোভা বিশেষভাবে ইরানে রাশিয়ান কর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে ইসরাইলের সামরিক অভিযান বন্ধ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমরা বিশেষ করে বুশেহর বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত রুশ বিশেষজ্ঞদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন।’
চলমান সংঘর্ষে যেকোনো সামরিক সম্পৃক্ততার বিরুদ্ধেও যুক্তরাষ্ট্রকেও সতর্ক করেছে মস্কো।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন,
আমরা ওয়াশিংটনকে এই পরিস্থিতিতে সামরিক হস্তক্ষেপের বিরুদ্ধে সতর্ক করতে চাই, যা সত্যিই অপ্রত্যাশিত নেতিবাচক পরিণতি-সহ একটি অত্যন্ত বিপজ্জনক পদক্ষেপ হবে।
এছাড়াও ইরানে ইসরাইলি হামলাকে ‘বিনা উসকানিতে আগ্রাসন’ হিসেবে অভিহিত করেছেন মারিয়া জাখারোভা।