ইতিহাস গোপন বা বিকৃত করে জুলাই সনদ তৈরি হতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি বলেন, “জুলাই সনদের আগে সবার মানসিকতা সংস্কার করে আগে ‘মানসিক সনদে’ সব দলের স্বাক্ষর করানো দরকার।”
আজ মঙ্গলবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন রাশেদ খান।
ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘ইতিহাসকে গোপন বা বিকৃত করে জুলাই সনদ তৈরি হতে যাচ্ছে। এটাই কি নতুন বন্দোবস্ত? মনে হচ্ছে পূর্বপরিকল্পনার মাধ্যমে গণ-অভ্যুত্থান সংঘটিত করা। এর কোনো প্রেক্ষাপট নাই। যারা এর রচয়িতা তারা নিরপেক্ষতা ধরে রাখতে পারছে না।
নিয়োগকর্তাদের বা একটি দলকে মহান করে তুলে ধরতে সবকিছু হচ্ছে দাবি করে রাশেদ খান বলেন, “এই দেশের পরিবর্তন অসম্ভব, যদি মানসিকতার সংস্কার না হয়।
ব্যক্তি সংস্কার ছাড়া পুঁথিগত সংস্কারে সব বদলে যাবে না। জুলাই সনদের আগে সবার মানসিকতা সংস্কার করে আগে ‘মানসিক সনদে’ সব দলের স্বাক্ষর করানো দরকার।”
গতকাল সোমবার জাতীয় জুলাই সনদ-২০২৫ এর খসড়া প্রকাশ করে জাতীয় ঐকমত্য কমিশন।