ইঞ্জিনিয়ারদের ন্যায্য অধিকার নিশ্চিত, প্রযোজ্য ক্ষেত্রে বৈষম্য ও কোটা নিরসন এবং চাকুরির সার্কুলার জটিলতা দূর করার দাবিতে রাজশাহীতে মানববন্ধন করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এর সাধারণ শিক্ষার্থীরা।
২০ জুলাই (শনিবার) সকাল ১১.৩০ টায় রাজশাহীর নেসকো (NESCO) অফিস প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আগে বেলা ১১টা হতে প্রায় হাজার রুয়েট শিক্ষার্থী বাস ভর্তি হয়ে নেসকো অফিসের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। শিক্ষার্থীদের সাথে মানববন্ধনে উপস্থিত ছিলেন
উপস্থিত শিক্ষার্থীরা জোরালো কণ্ঠে স্লোগান দিতে থাকেন,
“প্রমোশনের রই রই, সার্কুলার গেল কই?”, “তোমার আমার বাংলায়, কোটা প্রথার ঠাই নাই”, “SAE পদে অবিচার, মানবে না ইঞ্জিনিয়ার”, “সবার মুখে একই বয়ান, ডিপ্লোমারা টেকনিশিয়ান”, “আমাদের দাবি ন্যায্য, বন্ধ করো প্রমোশন বানিজ্য”, “হিসাব চাই, হিসাব চাই, প্রমোশনের হিসাব চাই”, “অবৈধ প্রমোশন, মানি না মানবো না”, “কথায় কথায় দশম ছাড়! দশম কি তোর বাপ দাদার?”
এসময় যন্ত্রকৌশল বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তানজিমুল ইসলাম বলেন,”আমরা আজকে নেসকো অফিসের সামনে এসে হাজির হয়েছি আমাদের দেশের জন্য। আমরা চাই আমাদের দেশের শিক্ষার্থীরা কোটা নামক বিষ থেকে পরিত্রাণ পাক। কোটা সিস্টেমের কারনে এমন এক অবস্থা দেশে ইঞ্জিনিয়ার হয়েও বিএসসি ইঞ্জিনিয়াররা ইঞ্জিনিয়ারিং পোস্টে ঢোকা তো দূরের কথা আবেদনই করতে পারছে না। কোটা সিস্টেমের কারণে যত ধরনের সুবিধা সেসব পাচ্ছে ডিপ্লোমা হোল্ডাররা। সব সুবিধা ডিপ্লোমা হোল্ডারদের দিয়ে দিলে আমরা তো ছোটবেলা থেকে এত পড়াশোনা করার কোনো মানে দেখছি না।”
পুরকৌশল বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আলামিন ইসলাম রকি জানান,”আমাদের আন্দোলনের মূল উদ্দেশ্য হলো আমরা সাব এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পোস্টে ইঞ্জিনিয়ার হওয়া শর্তেও আবেদন করতে পারছি না। এইটা কিভাবে সম্ভব একজন ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং পোস্টে আবেদন করতে পারবে না। সব জায়গাতে এন্ট্রি পোস্টে ডিপ্লোমাদেরকে প্রমোশন দিয়ে দিয়ে ভরাট করে রেখেছে যে নতুন করে কেউ বুয়েট, রুয়েট, কুয়েট,চুয়েট থেকে পড়াশোনা করে যে চাকরিতে ঢুকবে এর সুযোগই ভালোভাবে পাচ্ছে না। সার্কুলারই তো নাই, তাহলে ঢুকবে কিভাবে। কোটা + অবৈধ প্রমোশনের জন্য এই সমস্যা হচ্ছে। আমরা সরকারের কাছে এর সমাধান চাচ্ছি।”
এছাড়াও ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মিরাত সাফিন তূর্য বলেন,”বুয়েট রুয়েট থেকে শিক্ষার্থীরা পড়াশোনা করে ডিপ্লোমাদের আন্ডারে জব করতে হচ্ছে, এইটা কোন ধরনের সিস্টেম। টেকনিশিয়ান রা কোটা সিস্টেমের কারনে প্রমোশন নিয়ে নিয়ে ইঞ্জিনিয়ার হিয়ে যাচ্ছে আর যারা প্রকৃত ইঞ্জিনিয়াররা এখানে জবে ঢোকার সুযোগই পাচ্ছে না। আমরা চাই অতি দ্রুত এর সমাধান করে দেওয়া হোক এবং একই সাথে ৩৩% এর উপরে যারা দুর্নীতি করে প্রমোশন নিয়ে এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হয়েছে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক।