• শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৪:৪৬ পূর্বাহ্ন
  • |
  • |

সাতক্ষীরায় তথ্য গোপন করে নেওয়া ওয়ারেশ কায়েম সনদ বাতিল করলেন ইউপি চেয়ারম্যান

Reporter Name / ৩৮ Time View
Update : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
সাতক্ষীরায় তথ্য গোপন করে নেওয়া ওয়ারেশ কায়েম সনদ বাতিল করলেন ইউপি চেয়ারম্যান
সাতক্ষীরায় তথ্য গোপন করে নেওয়া ওয়ারেশ কায়েম সনদ বাতিল করলেন ইউপি চেয়ারম্যান

ভারতীয় নাগরিক হওয়া সত্বেও তথ্য গোপন করে ইউনিয়ন পরিষদ থেকে নেওয়া ওয়ারেশ কায়েম সনদ বাতিল করলেন ইউপি চেয়ারম্যান।

২১ আগষ্ট (বৃহষ্পতিবার ২০২৫) তারিখে উপজেলার ভোমরা ইউপি চেয়ারম্যান মো: ইসরাইল গাজী ওয়ারেশ কায়েম সনদ লিখিত ভাবে বাতিল করেন। সূত্র জানায়, সাতক্ষীরা সদর উপজেলার ৬নং ভোমরা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য সন্তোষ কুমার ঘোষ এর নিকট তথ্য গোপন করে কৌশলে তার কাছ থেকে সুপারিশ নিয়ে ভোমরা ইউনিয়ন পরিষদ থেকে ওয়ারেশ কায়েম সনদ নেন উপজেলার লক্ষীদাড়ী এলাকার মৃত ইব্রাহিম এর ছেলে মৃত মোমেনার রশিদ এর স্ত্রী ভারতীয় নাগরিক ফজিলা বিবি, পুত্র মোকসুদার রশিদ ও কন্যা মাসুদা বিবি।

আরও পড়ুন : গোপালগঞ্জ সরকারি কলেজ ক্যাম্পাসে মসজিদ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ডিসি

গত ২৮/০৮/২০২৪ ইং তারিখে ৮২৭/২০২৪ নং স্মারকে অত্র পরিষদ থেকে ওয়ারেশ কায়েম সনদ নেন। ৬নং ভোমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: ইসরাইল গাজী জানান, একটি অভিযোগের প্রেক্ষিতে আমরা পূণরায় তদন্ত করে দেখেছি ফজিলা বিবি, পুত্র মোকসুদার রশিদ ও কন্যা মাসুদা বিবি তথ্য গোপন করে ইউপি সদস্যকে ভূল বুঝিয়ে ওয়ারেশ কায়েম সনদে সুপারিশ করে নেন।

তারা মূলত আমার ইউনিয়নে বসবাস করেনা, ভোটার নন এবং ট্যাক প্রদান করেন না। তাই আমরা ৩৩০/৩৩০-২০২৫ স্মারকে তাদের ওয়ারেশ কায়েম সনদ বাতিল করা হয়েছে।

তিনি আরো জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category