• রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০২:২৮ অপরাহ্ন
  • |
  • |

ইউক্রেনের সেনাপ্রধানের রাশিয়ার দুই প্রদেশ দখলের হুমকি

আন্তরজাতিক ডেস্ক / ৪৮ Time View
Update : বুধবার, ৯ জুলাই, ২০২৫

রাশিয়ার দুই প্রদেশ ক্রুস্ক এবং বেলগোরোদে দখলের হুমকি দিয়েছেন ইউক্রেনের সেনাপ্রধান জেনারেল আলেক্সান্দার সাইরিস্কি। এই দু’টি প্রদেশই রাশিয়া-ইউক্রেন সীমান্তঘেঁষা।

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে পোস্ট করা এক বার্তায় জেনারেল সাইরিস্কি বলেছেন, শিগগিরই এই দুটি প্রদেশ দখল করবে ইউক্রেন।
এর আগে গত বছরের মাঝামাঝি ক্রুস্ক প্রদেশ দখল করেছিল ইউক্রেনীয় সেনারা। ক্রুস্ককে দখলমুক্ত করতে সে সময় তীব্র সংঘাত হয়েছিল রুশ ও ইউক্রেনীয় সেনাদের মধ্যে। দু’পক্ষেরই হাজার হাজার সেনা নিহত হয়েছিলেন সেই সংঘাতে। ৬ মাসেরও বেশি সময় ধরে যুদ্ধ চলার পর অবশেষে গত এপ্রিলের শেষ দিকে ইউক্রেনীয় সেনাদের ক্রুস্ক থেকে হটিয়ে দেয় রুশ সেনারা।
ক্রুস্কে সংঘাতের তীব্রতায় বিচলিত হয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। ইউক্রেনীয় সেনারা হটে যাওয়ার পর ক্রুস্ক সফরে গিয়েছিলেন তিনি। সম্প্রতি রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম ও গুরুত্বপূর্ণ শহর সেইন্ট পিটার্সবার্গে ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামের এক সেমিনারে বক্তব্য দেওয়ার সময় ক্রুস্কের সংঘাতকে ‘বিপর্যয়’ উল্লেখ করে পুতিন বলেছিলেন যে সেই যুদ্ধে ইউক্রেনের ৭৬ হাজারের বেশি সেনা নিহত হয়েছেন।
মঙ্গলবারের টেলিগ্রাম পোস্টে আলেক্সান্দার সাইরিস্কি জানিয়েছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেই ক্রুস্ক ও বেলগোরোদে ফের হামলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

টেলিগ্রাম পোস্টে জেনারেল সাইরিস্কি বলেন, “প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে আলোচনা করেই ক্রুস্ক এবং বেলগোরোদ দখলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিগগিরই এ দুটি প্রদেশে অভিযান চালানো হবে।”
এ ব্যাপরে প্রতিক্রিয়ার জন্য রাশিয়ার সেনাবাহিনী ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছিল রুশ সম্প্রচার সংবাদাম্যধম আরটি, কিন্তু কোনো কর্মকর্তা মন্তব্য করতে রাজি হননি।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতির জন্য গত জুন মাস থেকে ইস্তাম্বুলে সংলাপ শুরু হয়েছে রুশ ও ইউক্রেনীয় প্রতিনিধিদের মধ্যে; কিন্তু সংলাপের মধ্যেই পরস্পরের মধ্যে হামলা অব্যাহত রেখেছে দুই দেশের সেনাবাহিনী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category