বিএনপি থেকে একাধিক মনোনয়নপ্রত্যাশী ইতিমধ্যে দৌড়ঝাঁপ শুরু করেছেন। অন্যদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর একক প্রার্থী চারটি আসনেই মনোনীত। এছাড়া, জুলাই বিপ্লবে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং অন্যান্য ইসলামি দলগুলোও ধীরে ধীরে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে।
ভোলা-২ দৌলতখান – বোরহানউদ্দিন) এ আসনে বিএনপি থেকে মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে আলোচনায় প্রথমেই রয়েছেন সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম।”এবং তার পরের স্থানেই রয়েছেন যুক্তরাষ্ট্র শ্রমিক দলের সভাপতি জাহাঙ্গীর এম আলম তিনি বলেন আমি দল ও দেশ নায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারন করে সমাজের উন্নতি ও জনগনের কল্যাণে কাজ করে যাচ্ছি।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে নির্বাচন করার লক্ষ্যে দলীয় মনোনয়ন প্রত্যাশা করছি। এলাকার মানুষ ইত্যেমধ্যে আমাকে নির্বাচন করার জন্য উৎসাহ জোগিয়েছে। দৌলতখান ও বোরহানউদ্দিন মানুষের ভাগ্য উন্নয়নের জন্য আগামীতে নির্বাচন করবো। এছাড়াও এই আসনটিতে ব্যবসায়ী রফিকুল ইসলাম মমিনসহ একাধিক প্রার্থীর নাম শোনা যাচ্ছে। জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে মাঠে নামছেন মাওলানা ফজলুল করিম। ইসলামী আন্দোলন বাংলাদেশ ও এনসিপি এখানকার প্রার্থী চূড়ান্ত করেনি।এআসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন এডভোকেট মহিবুল্লাহ খোকন ।