• শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৬:০৮ অপরাহ্ন
  • |
  • |

আয়রনম্যান খেতাব জিতলেন বাংলাদেশি চিকিৎসক

স্পষ্টবাদী ডেস্ক / ১৪৩ Time View
Update : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
ডাঃ এস.এম.জি সাকলায়েন রাসেল একজন রক্তনালীর সার্জারি বিশেষজ্ঞ

আয়রনম্যান ইউরোপীয়ান চ্যাম্পিয়নশিপ সফলভাবে শেষ করেছেন বাংলাদেশি চিকিৎসক ডা. সাকলায়েন রাসেল। গত রবিবার (১ জুন) জার্মানির হামবুর্গে অনুষ্ঠিত হয় বিশ্বের কঠিনতম ট্রায়াথলেট আয়রনম্যানের এবারের আসর।

উক্ত প্রতিযোগিতায় একটানা ৩.৮ কিলোমিটার সাঁতার, ১৮০ কিলোমিটার সাইক্লিং ও ৪২.২ কিলোমিটার দৌড় নিদিষ্ট সময়ে শেষ করতে হয়। ডা. সাকলায়েন রাসেল প্রায় ১৫ ঘণ্টায় উক্ত দূরত্ব শেষ করে আয়রনম্যান উপাধি পান।

সকাল ৭টায় শুরু হয়ে রাত ১১টায় শেষ হয় এ ট্রায়াথলেট আসর।

ডা. সাকলায়েন রাসেল জানান, জার্মানির বুকে বাংলাদেশের পতাকা তুলে ধরতে পারা অনেক গৌরবের। বলতে গেলে একটা বড় স্বপ্নের সফল বাস্তবায়ন। তবে দুঃখের বিষয় অত্যন্ত ব্যয়বহুল এই ট্রায়াথলেটে অংশ নিয়ে যারা দেশের মুখ উজ্জ্বল করছেন তারা কোনো সরকারি সহায়তা বা পৃষ্ঠপোষকতা পান না।

আয়রনম্যান ইউরোপীয়ান চ্যাম্পিয়নশিপ সফলভাবে শেষ করেছেন বাংলাদেশি চিকিৎসক ডা. সাকলায়েন রাসেল। গত রবিবার (১ জুন) জার্মানির হামবুর্গে অনুষ্ঠিত হয় বিশ্বের কঠিনতম ট্রায়াথলেট আয়রনম্যানের এবারের আসর।

8 জন লোক, বাইসাইকেল এবং যে টেক্সটে 'FINISHER OOT 222S' লেখা আছে-এর একটি ছবি হতে পারে

উক্ত প্রতিযোগিতায় একটানা ৩.৮ কিলোমিটার সাঁতার, ১৮০ কিলোমিটার সাইক্লিং ও ৪২.২ কিলোমিটার দৌড় নিদিষ্ট সময়ে শেষ করতে হয়। ডা. সাকলায়েন রাসেল প্রায় ১৫ ঘণ্টায় উক্ত দূরত্ব শেষ করে আয়রনম্যান উপাধি পান।

ডা. সাকলায়েন রাসেল জানান, জার্মানির বুকে বাংলাদেশের পতাকা তুলে ধরতে পারা অনেক গৌরবের। বলতে গেলে একটা বড় স্বপ্নের সফল বাস্তবায়ন। তবে দুঃখের বিষয় অত্যন্ত ব্যয়বহুল এই ট্রায়াথলেটে অংশ নিয়ে যারা দেশের মুখ উজ্জ্বল করছেন তারা কোনো সরকারি সহায়তা বা পৃষ্ঠপোষকতা পান না।

এর আগে তিনি মালয়েশিয়ায় অনুষ্ঠিত আয়রম্যান ৭০.৩ পরপর দুবার শেষ করেন। এছাড়া প্রথম চিকিৎসক হিসেবে টেকনাফ থেকে সাঁতরে সেন্টমার্টিন পৌঁছন। ১৬.১ কিলোমিটারের এ চ্যানেলটি, বাংলাচ্যানেল নামে পরিচিত।

পেশায় তিনি দেশের একজন খ্যাতিমান ভাসকুলার সার্জন। ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের ভাসকুলার সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কাজ করছেন।

এ ছাড়াও বাংলাদেশ ভাসকুলার সোসাইটির জেনারেল সেক্রেটারি তিনি। কর্মরত আছেন মাই টিভির সিনিয়র নিউজ প্রেজেন্টার হিসেবে। পাশাপাশি বেসরকারি টেলিভিশন ও রেডিওর নিউজ প্রেজেন্টারদের সংগঠন নিউজ ব্রডকাস্টারস অ্যালায়েন্স অব বাংলাদেশ’র (এনবিএ) প্রেসিডেন্ট হিসেবেও দ্বায়িত্ব পালন করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category