রিয়ালের কোচ জাবি আলোনসো ম্যাচ শেষে বলেন, ‘আমি খেলার ইতিবাচক দিকগুলোতে মনোযোগ দিই, বিশেষ করে ভিনির পারফরম্যান্সে। ওর প্রতিক্রিয়া নিয়ে আমরা অবশ্যই কথা বলব। তবে এগুলো স্বাভাবিক বিষয়। ম্যাচ শেষে ইয়ামালের সঙ্গে সংঘর্ষের ব্যাপারে আলোনসো বলেন, ‘এ ধরনের মুহূর্তে উত্তেজনা থাকেই, উভয় দলের জন্যই। এসব ঘটনাকে অতিরিক্ত গুরুত্ব দেওয়ার কিছু নেই, আগেও এমন হয়েছে।
অন্যদিকে রিয়াল মাদ্রিদের অধিনায়ক দানি কারভাহালকে ডান হাঁটুর অস্ত্রোপচার করতে হবে। এতে তিনি বছরের বাকি সময়টা মাঠের বাইরে থাকতে পারেন। ৩৩ বছর বয়সী এই স্প্যানিশ ডিফেন্ডার চলতি মৌসুমে লা লিগার ১০ ম্যাচে সাতটিতে খেলেছেন। এল ক্লাসিকোতেও তিনি দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামেন।
গত বছর একই হাঁটুতে লিগামেন্ট ও টেনডন ছিঁড়ে যাওয়ায় দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন কারভাহাল। এবারও তার জন্য আসছে নতুন পরীক্ষা। রিয়ালের বিবৃতিতে বলা হয়েছে, ‘আমাদের অধিনায়ক দানি কারভাহালের ডান হাঁটুতে একটি ‘লুজ বডি’ শনাক্ত হয়েছে। তাকে দ্রুত আথ্রোস্কোপিক অস্ত্রোপচার করানো হবে।