বাংলাদেশ জামায়াতে ইসলামী, পৌর ও সদর উপজেলা শাখা যৌথ উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা পাবনা এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজের আব্দুস সাত্তার মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
এসএম আব্দুল্লাহর সভাপতি কে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য, প্রফেসর ডক্টর আবুল হাশেম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক আবু তালেব মন্ডল আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী পাবনা জেলা শাখ,প্রিন্সিপাল ইকবাল হুসাইন, নায়েবে আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী পাবনা জেলা শাখা, অধ্যাপক আব্দুল গাফফার খান, সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী পাবনা জেলা শাখা, ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। জেলা,পৌর, সদর উপজেলার, অন্যান্য নেতৃবৃন্দ ।
সভায় প্রধান অতিথি জামাত ইসলামের কেন্দ্র নেতা প্রফেসর ডক্টর আবুল হাশেম সাহেব বলেন আওয়ামী দুশ শাসন আমাদের দলীয় নিবন্ধন এবং ন্যায় ও ইনসাফের প্রতিক দাঁড়িপাল্লা কেড়ে নিয়েছিলেন। আলহামদুলিল্লাহ আমাদের নিবন্ধন এবং ন্যায়ের প্রতিক দাঁড়িপাল্লা আমরা ফেরত পেয়েছি। কাজেই আল্লাহর আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে দাড়িপাল্লার আওয়াজ প্রতিটা ঘরে ঘরে আমাদেরকে পৌঁছাইতে হবে।
বিশেষ অতিথি প্রিন্সিপাল ইকবাল সাহেব বলেন বিগত আওয়ামী সরকার আমাদের জামায়াতের কেন্দ্রীয় নেতৃবৃন্দদের বিচারের নামে অন্যায় ভাবে হত্যা করেছে। এদেশের জনগণকে ১৭ বছর ভোটের অধিকার থেকে বঞ্চিত করে রেখেছিল। আগামী নির্বাচনে ন্যায়ের প্রতিক দাঁড়িপাল্লায় ভোট দিয়ে বিজয় করার মাধ্যমে হত্যা ও গণতান্ত্রিক অধিকার হরণকারীদের বিচার করতে হবে।