অঞ্চলগুলোতে কাজ করছে তালেবানের সামরিক বাহিনী। মোবাইল সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বেশ কয়েকটি স্থান। দুর্যোগকবলিত এলাকাগুলো থেকে এ পর্যন্ত ৪০টিরও বেশি ফ্লাইট পরিচালনা করা হয়েছে। হতাহতদের নেয়া হচ্ছে রাজধানী কাবুলে।
রোববার, স্থানীয় সময় রাকে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে পূর্ব আফগানিস্তানের তিন প্রদেশে। প্রাণ যায় কমপক্ষে ৮১২ জনের। আহতের সংখ্যা ছাড়ায় তিন হাজার। শকওয়েভ অনুভূত হয় পাকিস্তানেও। এর আগে গেল ৪৮ ঘণ্টা ধরে লাগাতার বৃষ্টিপাতে বিপর্যস্ত ছিল এলাকাগুলো। বেশিরভাগ বাড়িঘর কাদামাটির তৈরি হওয়ায় ক্ষয়ক্ষতির সম্ভাবনা বেশি বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে আফগানিস্তানের রাজধানী কাবুলে বেশ কয়েক সেকেন্ড কম্পন টের পাওয়া যায়। প্রায় ৪০০ কিলোমিটার দূরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেও কম্পন অনুভূত হয়েছে।