বিভিন্ন দেশ থেকে আমদানি করা পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা পাল্টা শুল্ক স্থগিত করেছেন মার্কিন আদালত। এই খবরে আজ বৃহস্পতিবার এশিয়াসহ বিভিন্ন অঞ্চলের শেয়ারবাজারে সূচকের উত্থান হয়েছে। সেই সঙ্গে বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম।
গতকাল বুধবার নিউইয়র্কে আন্তর্জাতিক বাণিজ্য আদালত এক আদেশে এই স্থগিতের রায় দেন। আদেশে বলা হয়েছে, বিভিন্ন দেশের ওপর পাল্টা শুল্ক আরোপ করে নিজের ক্ষমতার সীমা অতিক্রম করেছেন ট্রাম্প।
এ খবরে আজ এসঅ্যান্ডপি ৫০০ ও নাসডাক ফিউচার্সের উত্থান হয়েছে। ফিউচার্সের অর্থ হলো, ভবিষ্যতে নির্দিষ্ট কোনো সময় শেয়ার বেচাকেনার দর আগাম নির্ধারণ করা। অর্থাৎ আজ বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের এই দুটি সূচকের অন্তর্ভুক্ত যেসব শেয়ার আছে, সেগুলোর দাম বাড়বে। এ ছাড়া জাপানের নিক্কেই এশিয়া সূচকের উত্থান হয়েছে ১ দশমিক ৫ শতাংশ এবং দক্ষিণ কোরিয়ার কোসপি সূচকের উত্থান হয়েছে ১ শতাংশ। অন্যান্য শেয়ারবাজারেও সূচকের উত্থান হয়েছে। তবে সূচকের যে খুব বেশি উত্থান হয়েছে, তা নয়।