বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নওগাঁর আত্রাইয়ে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে।
বুধবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১১টায় আত্রাই উপজেলা বিএনপির কার্যালয় চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয় এবং সেখানেই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আবুল কালাম আজাদ এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব মনোয়ার হোসেন লোটাস।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মো. আব্দুল জলিল চকলেট, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নান সরদার, সাংগঠনিক সম্পাদক আবুবকর সিদ্দিক, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম, যুগ্ম আহ্বায়ক পারভেজ ইকবাল, আশরাফুল ইসলাম লিটন।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি দলের সভাপতি আসাদুজ্জামান বুলেট, সাধারণ সম্পাদক কে.এম. আইয়ুব আলী, ছাত্রদলের আহ্বায়ক সাকিল হোসেন, সদস্য সচিব আদর হোসেন, পাঁচুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. লিয়াকত আলী বাবু, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাহরিয়ার সরদার সৌরভ, পলাশ, সোহেল হোসেন, আলম ও সানোয়ার হোসেন।
এর আগে জাতীয় পতাকা ও দলীয় ব্যানার হাতে উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা কার্যালয়ে সমবেত হন। পরে উপজেলা, ইউনিয়ন এবং বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা র্যালি ও আলোচনা সভায় অংশ নেন।