• শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৬:৪১ অপরাহ্ন
  • |
  • |

আগামী ৭দিনের মাঝে ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশ করতে হবে – এ্যড.শিমুল বিশ্বাস

শিশির ইসলাম,পাবনাঃ / ৮৯ Time View
Update : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫

বিশিষ্ট শ্রমিক নেতা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারি এ্যড. শিমুল বিশ্বাস বলেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ২৬ মার্চ চট্রগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এ নিয়ে দ্বিমতের কোন অবকাশ নেই। মহান মুক্তিযুদ্ধে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘোষণার মাধ্যমেই মুক্তিকামী কোটি বাঙালি যুদ্ধে ঝাঁপিয়ে পরে। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই যারা জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক অস্বীকার করে সেইসব মুক্তিযুদ্ধাদের নিয়ে আমাদের সন্দেহ আছে যে তারা আসলেই মুক্তিযুদ্ধ করেছে কি না, তা ক্ষতিয়ে দেখতে হবে এবং অনতিলম্বে এই সকল ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশ করতে হবে। তিনি আরো বলেন আজকের এই প্রতিবাদ মিছিল ও পথসভার মাধ্যমে জেলা প্রশাসক মহোদয়কে জানিয়ে দিতে চাই আগামী ৭দিনের মাঝে সকল ভুয়া মুক্তিযুদ্ধার তালিকা জনগনের সামনে প্রকাশ করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করতে হবে। তা না হলে পাবনা জেলা বিএনপি সহ সকল অঙ্গ সহযোগী সংগঠন কে নিয়ে কঠোর আন্দোলন এর ডাক দিব। উল্লেখ্য গত ২৬ শে মার্চ জেলা প্রশাসক কর্তৃক আয়োজিত মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব মাসুদ খন্দকার বক্তব্য প্রদানকালে জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলায় প্রতিবাদ করে মুক্তিযোদ্ধারা।

এরই প্রেক্ষিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় মিছিলটি শহরের প্রধান সড়ক আব্দুল হামিদ রোড পদক্ষিণ করে ট্রাফিক মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব

যুগ্ম আহবায়ক আব্দুস সামাদ খান মন্টু, যুগ্ম-আহবায়ক আনিসুল হক বাবু, যুগ্ম-আহবায়ক নূর মোহাম্মদ মাসুম বগা, পাবনা দুই আসনের সাবেক সংসদ সদস্য এ্যড. কেএম সেলিম রেজা হাবিব,
পাবনা তিন আসনের সাবেক সংসদ সদস্য কেএম আনোয়ারুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেহানুল ইসলাম বুলাল। জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম। পাবনা জেলা যুবদলের সাবেক সভাপতি মোসাব্বির হোসেন সঞ্জু। আরো বক্তব্য রাখেন
জেলা যুব দলের আহ্বায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা, সদস্য সচিব মনির হোসেন। জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান প্রিন্স, সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন, সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ। পথসভায় বক্তারা বলেন আমরা জেলা প্রশাসক এর কাছে জানাই খুব দ্রুত যে সকল ভুয়া মুক্তিযোদ্ধা রয়েছে তাদের তালিকা জনসম্মুখে প্রকাশ করা হোক। এবং এতদিন যে সুযোগ সুভিধা গ্রহন করেছে তার বিচার করা হোক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category