এসিড নিক্ষেপ ও মারধরের অভিযোগে ঢাকাই সিনেমার জনপ্রিয় খল-অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলসহ দুইজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (৮ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালতে এই মামলা দায়ের করা হয়। রাজিদা আক্তার (৩৫) নামের এক নারী বাদী হয়ে এ মামলার আবেদন করেন।
অভিযোগের বিষয়ে অভিনেতা ডিপজল বলেন, একজন পাগল ভক্তের কর্মকাণ্ড পুঁজি করে যারা নিজেদের স্বার্থ হাসিল করার জন্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা অভিযোগ ও মামলা দিয়ে হয়রানি করার চেষ্টা করছেন! আল্লাহ আপনাদের বিচার করবেন।
এই মহিলা দুটি বাচ্চা নিয়ে এফডিসি থেকে তার স্বামী নেই বলে অসহায়তার কথা বলে ৫০ হাজার টাকা নিয়ে যায়। পরে মাঝে মধ্যে এসে কান্নাকাটি করে হাজার বিশেক টাকা নিয়ে গেছে। তার সঙ্গে অনেকবারই এফডিসিতে দেখা হয়েছে, যার ভিডিওগুলো আপনারা সোশ্যাল মিডিয়াতে পাবেন।
তিনি বলেন, এই মহিলার বক্তব্য মতে, ২০২৫ সালের জুনের ২ তারিখে তার সঙ্গে হাঁটে দেখা হয়েছে। এটি সম্পূর্ণ মিথ্যা, ভিডিওটি দেখলে বোঝা যাবে।
গত ১৫ এপ্রিল ঢাকা সিটি করপোরেশনকে হাঁটটি বুঝিয়ে দেওয়া হয়েছে, যার সকল কাগজপত্র প্রমাণাদি আমাদের কাছে আছে। হাঁট বুঝিয়ে দেওয়ার ২ মাস পর আবার কেন হাঁটে যাব? ২ জুন মহিলাটি হাঁটে এসে কী করেছিল, সেটির ভিডিও ফুটেজও রয়েছে, যা আপনারা দেখতে পাবেন। হাঁটের সিসি ক্যামেরার ফুটেজও পাওয়া যাবে।
আদালতের উদ্দেশে তিনি বলেন, আমি চাই সুষ্ঠু তদন্ত করে এর বিচার হোক। যারা এই মহিলাকে ব্যবহার করে এসব কাজ করছে, তাদেরকেও প্রকাশ্যে আনা হোক। এইসব মিথ্যা অভিযোগ এবং মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।