• শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৭:৫৩ অপরাহ্ন
  • |
  • |
Headline :
মেরুন পোশাকধারী হামলাকারীর পরিচয় প্রকাশ করলেন রাশেদ খান রংপুরে দলীয় কার্যালয়ের সামনে জাপা নেতাকর্মীদের অবস্থান এবার টাঙ্গাইলে জাতীয় পার্টির অফিস ভাঙচুর মুকসুদপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে ইউনিয়ন আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ অপু বিশ্বাস সন্তান জন্মের পর চরম অর্থকষ্টে ভুগেছেন নির্বাচন ফেব্রুয়ারির ১৫ তারিখের আগে হবে : প্রেসসচিব দাবি না মানলে সর্বাত্মক আন্দোলনের হুঁশিয়ারি প্রাথমিক শিক্ষকদের ৪ বিভাগে ভারি বর্ষণের শঙ্কা, দিনে বাড়তে পারে তাপমাত্রা সারা দেশে গণ অধিকার পরিষদের বিক্ষোভ আজ, ঢাকায় সমাবেশ বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক নীতি অবৈধ ঘোষণা মার্কিন আদালতের

অ্যাটলির সিনেমায় একাই চার চরিত্রে আল্লু অর্জুন

বিনোদন ডেস্ক / ৬৫ Time View
Update : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
সুপারস্টার আল্লু অর্জুন

‘পুষ্পা’ দিয়ে ভারতজুড়ে জনপ্রিয়তা পেয়েছেন আল্লু অর্জুন। এ সিনেমার দ্বিতীয় পর্ব পুষ্পা: দ্য রুল ১ হাজার ৭০০ কোটি রুপির বেশি আয় করেছে। এতে ভারতের প্রত্যন্ত অঞ্চলের এক চোরাচালানির চরিত্রে অভিনয় করেছিলেন আল্লু। নতুন সিনেমায় তিনি সুপারহিরো। অ্যাটলি পরিচালিত এ সিনেমা দিয়ে বিশ্বব্যাপী সাড়া ফেলে দেয়ার মিশনে নেমেছেন আল্লু অর্জুন।

‘জওয়ান’, ‘বিগিল’, ‘থেরি’র মতো সুপারহিট সিনেমার পরিচালক অ্যাটলি কুমারের পরিচালনায় প্রথমবারের মতো অভিনয় করছেন আল্লু। এটি আল্লু অর্জুনের ২২তম ও অ্যাটলির ৬ষ্ঠ সিনেমা। প্রাথমিকভাবে তাই সিনেমার নাম রাখা হয়েছে ‘এএ২২*এ৬’। সায়েন্স ফিকশন ঘরানায় তৈরি হচ্ছে সিনেমাটি। এতে আল্লু আছেন সুপারহিরো চরিত্রে।

অ্যাটলি ও আল্লু অর্জুনের এ সিনেমায় আরও অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন, জাহ্নবী কাপুর ও ম্রুণাল ঠাকুর। গল্পের প্রধান ভিলেন হিসেবে দেখা যাবে রাশমিকা মান্দানাকে। সিনেমাটির বেশির ভাগ অংশজুড়ে থাকবে ভিএফএক্স ও অ্যানিমেশনের কাজ। হলিউডের বিখ্যাত সব স্টুডিও এবং টেকনিশিয়ানরা যুক্ত হয়েছেন এতে।

‘এএ২২*এ৬’ সিনেমায় দ্বৈত চরিত্রে অভিনয়ের কথা ছিল আল্লু অর্জুনের। তার ভক্তদের জন্য আরও আনন্দের খবর, দুটি নয়, নতুন সিনেমায় একাই চারটি চরিত্রে অভিনয় করছেন আল্লু। বলিউড হাঙ্গামা জানিয়েছে, তিনি একাই হচ্ছেন পুরো পরিবার। দাদা, বাবা আর দুই ছেলে— মোট চারটি চরিত্রে দেখা যাবে তাকে। এটাই হতে যাচ্ছে আল্লুর ক্যারিয়ারের প্রথম বহুমুখী চরিত্র।

প্রথমে দাদা ও বাবা—দুটি চরিত্রে অভিনয়ের কথা ছিল আল্লুর। তবে পরবর্তী সময়ে অভিনেতা নিজেই চারটি চরিত্রে অভিনয় করার আগ্রহ প্রকাশ করেন। বিষয়টি নিয়ে পরিচালক অ্যাটলি প্রথমে দ্বিধায় ছিলেন। কিন্তু লুক টেস্টের পর বুঝতে পারেন, এটা সিনেমাকে আরও সমৃদ্ধ করবে। ফলে নতুন সিনেমায় এক টিকেটে চার রকম আল্লুকে দেখতে পারবেন দর্শক।

সান পিকচার্সের সবচেয়ে উচ্চাভিলাষী প্রজেক্ট বলা হচ্ছে এ সিনেমাকে। পিঙ্কভিলা জানিয়েছে, বিশাল বাজেটের এ সিনেমায় অভিনয়ের জন্য শুধু আল্লু অর্জুনই নিচ্ছেন ১৭৫ কোটি রুপি, সঙ্গে ১৫ শতাংশ লভ্যাংশ। পরিচালক অ্যাটলি নিচ্ছেন ১০০ কোটি। বর্তমানে মুম্বাইয়ে সিনেমাটির শুটিং চলছে। মুক্তি পাবে ২০২৭ সালে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category