• শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৬:৩৯ অপরাহ্ন
  • |
  • |

অজ্ঞাত ব্যক্তিকে বস্তায় ভরে কলাবাগানে এনে পুড়িয়ে হত্যা

স্পষ্টবাদী ডেস্ক / ৩৭ Time View
Update : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
অজ্ঞাত ব্যক্তিকে বস্তায় ভরে কলাবাগানে এনে পুড়িয়ে হত্যা

জয়পুরহাটের আক্কেলপুরে অজ্ঞাত এক ব্যক্তিকে বস্তায় ভরে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) রাতের দিকে উপজেলার তিলকপুর ইউনিয়নের কাদোয়া বটতলী এলাকার একটি কলাবাগানে দগ্ধ লাশটি পাওয়া যায়। পুলিশ ঘটনাস্থলে এসেছে। অন্য কোথাও হত্যার পর এখানে লাশ এনে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।

নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি। বয়স আনুমানিক (৩৫) হবে। লাশের  গায়ে একটি লাল সান্ডো গেঞ্জি ও পরণে কালো রঙের প্যান্ট রয়েছে।

রাত সাড়ে দশটায় ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, কলাবাগানে এক ব্যক্তির পোড়া লাশ পড়ে আছে। লাশের দুই পাশে পাতা ও লাড়কির আগুন জ্বলছিল। লাশের একটি পায়ের হাটুতে প্লাস্টিকের বস্তা রয়েছে।

কলাবাগানের জমিটি আহসান হাবিব নামে এক ব্যক্তির। তিনি নওগাঁয় বসবাস করেন। বিষ্ণপুর গ্রামের বিকাশ দেবনাথ জায়গাটি লিজ নিয়ে কলাবাগান করেছেন। তিনি কলাবাগানের পাশে পুকুরে মাছ চাষ করেন।

বিকাশ দেবনাথ বলেন, আমি রাত আটটার পর পুকুরে মাছের খাবার দিতে এসে দেখি, কলাবাগানের আগুন জ্বলছে। তখন কাছে গিয়ে ৪-৫ বস্তা লাড়কি ও পাতা রয়েছে। একটি বস্তায় একজন মানুষ পুড়ছে। এটি দেখে দ্রুত গ্রামের ভেতরে গিয়ে লোকজনকে খবর দিই। লোকজন এসে আগুন নিভিয়ে ফেলেন।

আক্কেলপুর থানার উপপরির্দশক (এসআই) রাকিবুল ইসলাম বলেন, আগুনে লাশের মাথা ও শরীরের কিছু অংশ আগুনে পুড়েছে। অন্য কোথাও হত্যার পর এখানে বস্তায় ভরে লাশ এনে আগুন দিয়ে পোড়ানো হয়েছে ধারণা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category